সৈকত সুরক্ষা ও উন্নয়নে কুয়াকাটায় ম্যানেজমেন্ট কমিটির সভা

আবুল হোসেন রাজু, কুয়াকাটা

- বিজ্ঞাপন -

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে কুয়াকাটা চৌরাস্তায় আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন—পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু, যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, ছাত্রদলের আহবায়ক যুবায়ের হোসেন রিয়াজ, নেছার উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছে। দলের ৪৭ বছরের দীর্ঘ পথচলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button