বাউফলে বিএনপি অফিসে হামলা, আহত ১

 

- বিজ্ঞাপন -

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌর শহরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ফিরোজ ওরফে লাদেন ফিরোজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক আবদুর রহমান (৫৫) শারীরিকভাবে লাঞ্ছিত হন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাউফল পৌর শহরের বিএনপি কার্যালয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দের ছবি সংবলিত একটি ফেস্টুন কার্যালয়ের সামনে টানানো হয়।

ফেস্টুনটি নিয়ে ক্ষুব্ধ হয়ে পৌর শহরের ফজলুর রহমান গাজীর ছেলে ফিরোজ, তার স্ত্রী তাজনাহার ও আরও কয়েকজন দলীয় কার্যালয়ে প্রবেশ করে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে নেতা-কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রভাষক আবদুর রহমান আহত হন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান বলেন, “প্রধান সড়কের পাশে আমাদের দলীয় ফেস্টুন টানানো হয়েছিল। এটা কোনো অপরাধ নয়। অথচ সেই কারণ দেখিয়ে আমাদের কার্যালয়ে ঢুকে হামলা চালানো হয়েছে।” আহত প্রভাষক আবদুর রহমান বলেন “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বানচাল করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।” অভিযুক্ত ফিরোজের স্ত্রী তাজনাহার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা শুধু সাইনবোর্ড সরাতে বলেছিলাম। এতে তারা উত্তেজিত হয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।”

- বিজ্ঞাপন -

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, “বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button