বজ্রপাতের তাণ্ডবে কুয়াকাটা ৩ ঘন্টা অন্ধকারে

 

- বিজ্ঞাপন -

সোমবার রাত তখন ৯টা ছুঁই ছুঁই। ঠিক তখনই কুয়াকাটার আকাশে বজ্রচমক। টানা ১৫ মি‌নিট ধ‌রে চলা একটানা বিকট শব্দ। মুহূর্তেই কেঁপে উঠল সমুদ্রপাড়ের বাতাস।

বজ্রপাত সরাসরি আঘাত হানল ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে। মুহূর্তেই ছিঁড়ে গেল ওপরে ঝুলে থাকা স্কাইওয়ার।

বিদ্যুতের সুরক্ষার ঢাল হিসেবে থাকা ওই তার ছিঁড়ে যাওয়ায় গোটা লাইন প্রায় ৩ ঘন্টা বন্ধ ছিল। বড় দুর্ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। কুয়াকাটা ও আশপাশে রাত সোয়া ৯টা থে‌কে বিদ্যুৎ নেই। হো‌টেল মে‌া‌টেল আর দোকানে অন্ধকারে ডু‌বে যায়।

পল্লী বিদ্যুৎ সূত্রে খবর, বজ্রপাত না পড়লে এই লাইনের বড় ক্ষতি হওয়ার কথা নয়। কিন্তু আজকের বজ্রপাতে স্কাইওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো কুয়াকাটায় বিদ্যুৎ বন্ধ আছে।

- বিজ্ঞাপন -

কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে মেরামতের কাজ চলছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

পল্লী বিদ্যুৎ কলাপাড়ার ডি‌জিএম মোঃ সিফাতুল্লাহ ব‌লেন, কলাপাড়া সাব-স্টেশনের নিকটবর্তী কুয়াকাটা ৩৩ কেভি লাইনে বজ্রপাত পড়ে স্কাইওয়ার ছিড়ে গেছে। রাত ১২টার দি‌কে কাজ শেষ করে লাইন চালু হ‌য়ে‌ছে। #

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button