দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে কলাপাড়ায় এনসিপির হাট বৈঠকে মতবিনিময়সভা গণসংযোগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এবং বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে পটুয়াখালী’র কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন এ গণসংযোগ করা হয়েছে। গণসংযোগ শেষে মুক্তিযুদ্ধা বাজারে “এনসিপির হাট বৈঠকে’ জনসাধারণের সাথে মত বিনিময় সভা করেন এনসিপির নেতা কর্মীরা ।
শনিবার শেষ বিকালে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এনসিপির পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ নাঈম, কলাপাড়া উপজেলা প্রতিনিধি মুহাম্মদ আল ইমরান, আব্দুল্লাহ নোমান প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। তারা এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সহায়তার আশ্বাস দেন।
আপনার মন্তব্য লিখুন