পাকসু চায় ৯০ শতাংশ শিক্ষার্থী, তবে প্রশাসনের নেই অগ্রগতি

মুশতাক আহমেদ, পবিপ্রবি।। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) দক্ষিণবঙ্গের প্রথম উচ্চশিক্ষার বিদ্যাপীঠ এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ২৪ বছরেও এখানে ছাত্র সংসদ গঠনের কোনো উদ্যোগ দেখা যায়নি। অথচ সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের একটি অনলাইন জরিপে ৯০ শতাংশ শিক্ষার্থী পরিষ্কারভাবে জানিয়েছেন—তারা পবিপ্রবি ছাত্র সংসদ (পাকসু) চান।

- বিজ্ঞাপন -

ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা হলেও প্রশাসন বা ছাত্র সংগঠনের কারও পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। দেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে, অনেক জায়গায় তারিখও ঘোষণা হয়েছে। কিন্তু পবিপ্রবি এখনো কার্যক্রমে পিছিয়ে।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ছাত্র সংসদ থাকার কথা উল্লেখ থাকলেও তা কখনো বাস্তবায়ন হয়নি। টিএসসিতে ছাত্র সংসদের জন্য বরাদ্দ কক্ষও পরবর্তীতে অন্য একটি সংগঠনকে দিয়ে দেওয়া হয়।

সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিষয়টি ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করা হচ্ছে। এক শিক্ষার্থী বলেন, “আমরা বারবার দাবি তুললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে।”

আইন ও ভূমি প্রশাসন অনুষদের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী শামীমা সুলতানা এলেন বলেন, “পাকসু হওয়াটা জরুরি। এতে ভবিষ্যতে কোনো একক পক্ষের আধিপত্য থাকবে না। শুধু অনলাইনে নয়, সরাসরি মাঠে নেমে আমাদের দাবি জানাতে হবে।”

- বিজ্ঞাপন -

কৃষি অনুষদের শিক্ষার্থী মো. আব্দুল ওয়াদুদ বলেন, “পবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ের পথ উন্মুক্ত করবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে, আমাদেরও দ্রুত নির্বাচন বাস্তবায়ন করা জরুরি।”

যদিও কয়েকজন ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থী মত দিয়েছেন, আগে ছাত্র রাজনীতি ফেরাতে হবে, তারপর নির্বাচন। এতে বিষয়টি আরও জটিল আকার নিয়েছে। উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়ে বলেছেন, “সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হলে আমাদের বিশ্ববিদ্যালয়েও হবে।”

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনও সংসদ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, তবে তাদেরও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি।

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের বৈধ মাধ্যম। পবিপ্রবিতে ছাত্র সংসদ চালুর দাবিকে আমি প্রশাসনকে ইতিবাচকভাবে জানাব।”

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন বলেন, “প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। কোনো প্রক্রিয়া চলছে বলে আমার জানা নেই।”

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button