বাউফলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ বাউফল উপজেলা শাখা। গতকাল শনিবার বিকালে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ ব্রিজ সংলগ্ন নিজ কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নিজ কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’ ইত্যাদি শ্লোগান দেয়। অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে প্রশাসনের লোকজন হামলা চালিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ বাউফল উপজেলা শাখার আহবায়ক মো. হাবিবুর রহমান, সদস্য সচিব শাকিল আহম্মেদ ও যুবপরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাসান প্রমুখ।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button