ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে জন্মভূমি গলাচিপায় আজও বিক্ষোভ

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে তাঁর জন্মভূমি পটুয়াখালীর গলাচিপা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।

- বিজ্ঞাপন -

শনিবার (৩০ আগস্ট) বিকেলে গলাচিপা পৌর মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গলাচিপা থানার সামনে থেকে শুরু হয়ে চৌরাস্তা ও রেজিস্ট্রি অফিস–সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু নাঈম, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম, গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন এবং ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহ।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈম বলেন, “ভিপি নুরের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। সেনাপ্রধানকে অবশ্যই এই হামলার বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে হবে।”
বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গণ অধিকার পরিষদের আন্দোলনকে দমন করার চেষ্টা চলছে। তারা বলেন, নুরুল হক নুর ২০১৮ সালে ছাত্র অধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তিনি এখন জাতীয় রাজনীতিতে জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তাই তাঁকে নিশ্চিহ্ন করার জন্য সরকারের ছত্রচ্ছায়ায় এ হামলা চালানো হয়েছে।
সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এর আগে শুক্রবার রাতেই ঢাকায় ভিপি নুরের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নেতা–কর্মীরা। তাৎক্ষণিকভাবে তারা পৌর মঞ্চ থেকে মশাল মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরোনো কাজী অফিস মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button