কলাপাড়ায় ৮ দফা দাবি আদায়ে পায়রা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭ দিনের আল্টিমেটাম

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার শিক্ষিত বেকার যুব সমাজের পক্ষ থেকে ৮ দফা দাবিতে ৭ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি না মানলে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর।

- বিজ্ঞাপন -

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৪ গনঅভ্যুত্থানের পরবর্তী মাস অর্থাৎ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত পরিবার ও যুব সমাজের ব্যানারে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। সে সময় সেনাবাহিনীর উপস্থিতিতে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয় এবং ৭০ শতাংশ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে প্রায় এক বছর পার হলেও কোন দাবি বাস্তবায়ন হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারের ৮ দফা দাবির মধ্যে রয়েছে—
১. দুর্নীতির সাথে জড়িত সাবেক এমডি এ এম খোরশেদুল আলম ও প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মৌলাকে অপসারণ ও তদন্তসাপেক্ষে গ্রেফতার।
২. ভূমি অধিগ্রহণকৃত পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান।
৩. ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা।
৪. ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের উদ্যোগ।
৫. আউটসোর্সিং কোম্পানির সকল চুক্তি বাতিল।
৬. অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ।
৭. প্রায় ৭-৮শ একর আবাদি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিতকরণ।
৮. দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও বিচার।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও এলাকার শিক্ষিত বেকার যুবকেরা উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button