কলাপাড়ায় ৫ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার আলীপুর বন্দর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রেজাউল করিম নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের সিদ্দিক ফরাজীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টিতে আদালত তাকে সাজা দিয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তিনি ধরা পড়েন।
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান ও এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহ নেওয়াজ প্রথম আলোকে বলেন, “গ্রেপ্তার রেজাউলের নামে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টিতে তিনি সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে আটক করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
আপনার মন্তব্য লিখুন