ঢাকায় তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ ঢাকায় প্রকৌশলী অধিকার আন্দোলনে অংশগ্রহণকারী বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বুধবার বিকেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন দুমকি-বাউফল মহাসড়কে অবস্থান নেয়। পরবর্তীতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের “মুক্ত বাংলা”র সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রকৌশলীদের ন্যায্য দাবি বাস্তবায়নের আন্দোলনে প্রধান উপদেষ্টার বাসভবন “যমুনা” অভিমুখী শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় তারা শান্তিপূর্ণ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপের তীব্র নিন্দা জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, হামলার পর সরকার যে ৮ সদস্যের কমিটি গঠন করেছে তা শিক্ষার্থীদের দাবির প্রতি উদাসীনতার প্রকাশ মাত্র। তাই তারা এ কমিটি প্রত্যাখ্যান করেন এবং অবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
আপনার মন্তব্য লিখুন