উপকূল সৈকতে আবারও অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আবুল হোসেন রাজু

পটুয়াখালীর মহিপুর থানার চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি কালো রঙের টি-শার্ট ও হাফপ্যান্ট পরিহিত অবস্থায় ছিলেন।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, ৯৯৯-এর সংবাদে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, “লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে সমুদ্রে নিখোঁজ হওয়া কোনো জেলের হতে পারে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button