চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি গ্রেফতার: র‍্যাব-৮ বরিশালের সফল অভিযান

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮, বরিশাল এর একটি বিশেষ অভিযানে চাঞ্চল্যকর এক হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোঃ সেলিম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ আগস্ট ২০২৫ ইং, বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন নওমালা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব।

- বিজ্ঞাপন -

গ্রেফতারকৃত মোঃ সেলিম, পিতা- সামসুল হক, সাং- কাশিপুর (পশ্চিম পাড়া), থানা- কালিগঞ্জ, জেলা- ঝিনাইদহ এর স্থায়ী বাসিন্দা। সে একটি হত্যা মামলার পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

হত্যাকাণ্ডের পেছনের ঘটনা
২০২৫ সালের ২ এপ্রিল বিকালে ভিকটিম আবু তালেব (২৮) তার স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কাশিপুর গ্রামে। পরদিন অর্থাৎ ৩ এপ্রিল গভীর রাতে আনুমানিক ৩টা ১৫ মিনিটে একই এলাকার বাসিন্দা এবং একই পেশায় নিয়োজিত (বানর খেলা প্রদর্শন) আসামি মোঃ রুবেল হোসেন, ভিকটিম আবু তালেবের শ্বশুরবাড়িতে এসে তাকে ডাকতে থাকে।

ডাক শুনে আবু তালেবের শ্বশুর মোঃ ছবেদ আলী (৬০) বাইরে বের হলে রুবেল হোসেন তার হাতে থাকা লোহার একমাথা সূচালো রড দিয়ে তাকেও আঘাত করে। কিছুক্ষণ পরে আবু তালেব নিজেও ঘর থেকে বের হলে তাকে লক্ষ্য করে আসামি এলোপাথাড়িভাবে আঘাত করতে থাকে। বুকে ও পিঠে মারাত্মক আঘাতপ্রাপ্ত আবু তালেব গুরুতর অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

আহতের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আসামি রুবেল হোসেন রড ফেলে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজনের সহায়তায় আবু তালেব এবং তার শ্বশুরকে রিকশাযোগে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ছবেদ আলীকেও চিকিৎসা দেওয়া হয়।

- বিজ্ঞাপন -

এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাহার মামলা নম্বর- ০১, তারিখ- ০৩/০৪/২০২৫ ইং, ধারা- ৩২৬/৩০২ পেনাল কোড।

র‍্যাব-এর তৎপরতায় গ্রেফতার
ঘটনার পর থেকে পলাতক থাকা মোঃ সেলিম এই মামলার অন্যতম আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন। দীর্ঘ গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধানের পর আজ র‍্যাব-৮ বরিশাল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণ
গ্রেফতারের পর আসামিকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

র‍্যাব-৮ এর এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী ও নিহতের পরিবার র‍্যাব-কে ধন্যবাদ জানিয়ে ঘটনার সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button