পটুয়াখালীতে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা শাখার তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ আদেশ দেওয়া হয়।

- বিজ্ঞাপন -

বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন—আব্দুল করিম মৃধা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ, পটুয়াখালী পলিটেকনিক ছাত্রদলের সাধারণ সম্পাদক অমি প্যাদা ও পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাকিব।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জানিয়েছে, অভিযোগ উঠার পর তিন নেতাকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

একইসঙ্গে, জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

- বিজ্ঞাপন -

এদিকে একইদিনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্য আরেকটি নোটিশে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম,

সদস্য সচিব জাকারিয়া আহমেদ ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button