পবিপ্রবিতে বিদায়ী শিক্ষার্থীদের বর্ণিল সমাপনী উৎসব

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং আইন অনুষদের বিদায়ী শিক্ষার্থীদের বর্ণিল সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

- বিজ্ঞাপন -

বুধবার (১৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাদা টি-শার্ট, হাতে ব্যানার, রঙিন পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। টিএসসির সামনে এসে শোভাযাত্রা শেষ হয় এবং উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এখানকার প্রতিটি মুহূর্ত ও বন্ধুত্ব জীবনের প্রতিটি চ্যালেঞ্জে সাহস যোগাবে। শিক্ষার সঙ্গে আনন্দের এই মিলনই জীবনের আসল রঙ।”

বিশেষ অতিথি প্রো-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

দিনব্যাপী আয়োজনে ছিল ফ্ল্যাশ মুভ, অটোগ্রাফ বিনিময়, কাদা মাখা খেলাসহ নানা বিনোদনমূলক কর্মসূচি। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নাচ, নাটক ও গান পরিবেশনের পর মঞ্চে উঠে আসে জনপ্রিয় ব্যান্ড “লালন”। ব্যান্ডের লিড ভোকাল নিগার সুলতানা সুমি একে একে পরিবেশন করেন “সত্য বল সুপথে চল”, “জাত গেল জাত গেল বলে”, “মন আমার দেহঘড়ি”সহ একাধিক জনপ্রিয় গান।

- বিজ্ঞাপন -

দর্শকের ভিড়ে সেকেন্ড গেট পর্যন্ত ক্যাম্পাস জনসমুদ্রে পরিণত হয়। প্রশাসনের নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান শেষ হলেও লোকগানের সুর, শিক্ষার্থীদের হাসি ও আবেগঘন মুহূর্তগুলো থেকে যায় সবার হৃদয়ে।

বিদায়ী শিক্ষার্থীরা জানান, পবিপ্রবি তাদের কাছে শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং স্মৃতির ভাণ্ডার, যেখানে শিক্ষা, বন্ধুত্ব ও আনন্দ মিলেমিশে রয়েছে চিরদিনের জন্য।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button