কলাপাড়ায় আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা

আবুল হোসেন রাজু

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে “শহীদ আল্লামা সাঈদী, একটি জীবন একটি ইতিহাস” শীর্ষক আলোচনা সভা, দোয়া এবং তাঁর জীবন ও কর্মের ওপর ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ আগস্ট, আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।

- বিজ্ঞাপন -

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর আমির মাওলানা মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল ইসলাম জিহাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন, কুয়াকাটা পৌরসভার সাবেক আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান।

প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ নং লতাচাপলী ইউনিয়ন শাখার আমির জনাব রাসেল মুসল্লী।

বক্তারা আল্লামা সাঈদীর জীবন, কর্ম, ত্যাগ ও সাহসিকতার বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। অনুষ্ঠানের শেষে আল্লামা সাঈদীর জীবনের উল্লেখযোগ্য অংশ নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button