পটুয়াখালীতে এসএসসি পরীক্ষা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শুক্রবার

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৪.৫০ থেকে জিপিএ ৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে আগামী শুক্রবার।

- বিজ্ঞাপন -

(১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর(ভিসি) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ নহিয়ান।

অনুষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হবে। স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা আয়োজকদের।

আয়োজকেরা জানান, এই সংবর্ধনার মাধ্যমে শুধু শিক্ষার্থীদের কৃতিত্বকেই স্বীকৃতি দেওয়া হবে না, বরং তাদের নৈতিক ও মানবিক বিকাশের অনুপ্রেরণাও জাগ্রত করা হবে।

- বিজ্ঞাপন -

স্থানীয় সচেতন মহল বলছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনে আত্মবিশ্বাস ও দায়বদ্ধতা জাগিয়ে তোলে, যা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও সমাজ গঠনে তাদের ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button