পবিপ্রবি উপাচার্যের ব্যবসায় প্রশাসন অনুষদ পরিদর্শন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদ পরিদর্শন করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন -

অনুষদ প্রাঙ্গণে পৌঁছালে উপাচার্যকে ফুল দিয়ে স্বাগত জানান অনুষদের ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার। পরে তিনি শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। প্রতিটি অনুষদকে কেন্দ্র করে মানসম্মত শিক্ষা ও গবেষণা কার্যক্রম গড়ে তুলতে হবে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিকতা এবং পরিশ্রমই বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির মূল শক্তি। একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে সবাই মিলে কাজ করে যাবো।”

ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার বলেন, “মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যের এই সফর আমাদের জন্য অনুপ্রেরণার। তাদের মূল্যবান দিকনির্দেশনা শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

- বিজ্ঞাপন -

পরে উপাচার্য অনুষদের শ্রেণিকক্ষ, প্রশাসনিক কক্ষ ও অন্যান্য সুবিধা পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button