বাউফলে ব্যক্তিগত খরচে কাঁচা রাস্তায় ইটের সলিং করলেন ড. মাসুদ

বাউফলের মদনপুরা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি ছিল স্থানীয়দের চরম ভোগান্তির কারণ। সেই রাস্তায় এখন চলছে ইটের সলিং করার কর্ম। ব্যক্তিগত খরচে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

- বিজ্ঞাপন -

আজ ৯ আগস্ট (শনিবার) সকাল ১১টায় মদনপুরার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদনপুরা মসজিদ সংলগ্ন এক কিলোমিটার মাটির রাস্তার ইটের সলিং এর শুভ উদ্বোধন করেন তিনি।

রাস্তায় ইটের সলিংয়ের কাজ উদ্বোধনকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এই মাটির সড়ক দিয়ে স্থানীয়দের চলাচল করতে অনেক সমস্যা হতো। তাদের মসজিদে যেতেও সমস্যা হতো। বাচ্চাদের স্কুলে যেতে দুর্ভোগে পড়তে হতো। আমরা মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য এই সড়কটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, “আমরা জনগণের সেবায় নিয়োজিত থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। এই রাস্তা সংস্কারের মাধ্যমে এলাকার উন্নয়নে আমরা একটি ছোট পদক্ষেপ নিলাম। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ করার চেষ্টা থাকবে।”

বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরো বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন কাজ সফল করা সম্ভব নয়। এই রাস্তার সংস্কার কাজের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, যা আজ বাস্তবায়িত হলো।”

- বিজ্ঞাপন -

স্থানীয়রা বলছেন, মদনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক এটি। এই সড়কে দুর্ভোগের কারণে স্থানীয়রা জামে মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না। স্কুলগামী শিক্ষার্থীদেরও পড়তে হয় বেহাল দশায়। স্কুলে যেতে তাদের কষ্ট হয়। অসুস্থ রোগীদের নিয়ে স্থানীয়দের হাসপাতালে যেতেও কষ্ট হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, মদনপুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরুল্লাহ, ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম, জামায়েত নেতা আরিফুর রহমান পলাশ, সাংবাদিক মশিউর রহমান, আসাদুজ্জামান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button