কলাপাড়ায় ৬ ফুট লম্বা বিষধর পদ্মগোখরা উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় উদ্ধার করা হয়েছে একটি বিষধর পদ্মগোখরা সাপ। (৫ জুলাই) মঙ্গলবার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে সাপটি উদ্ধার করা হয়।

- বিজ্ঞাপন -

সাপটি ছিল প্রায় ৬ ফুট লম্বা এবং মারাত্মক বিষধর। এটি উদ্ধার করেন স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন ‘এ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী (ALP)’ এর বন্যপ্রাণী উদ্ধারকর্মী মোহাম্মদ আল মুনঞ্জির হাওলাদার, মাসুদ হাসান এবং বাইজিদ মুন্সী।

উদ্ধারের সময় উপস্থিত জনসাধারণের মাঝে সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সাপের গুরুত্ব বিষয়ে তথ্য প্রচার করেন দলের সদস্যরা। বিশেষ করে সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

সংগঠনের সদস্য বাইজিদ মুন্সী বলেন, “সাপ পরিবেশের গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যা পরিবেশের জন্য উপকারী। তাই আমরা দিন-রাত পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছি।”

তিনি আরো বলেন, পদ্মগোখরা বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ, তবে এটি সাধারণত মানুষের উপস্থিতি এড়িয়ে চলে। সঠিকভাবে না জানার কারণে অনেকেই অকারণে সাপ মেরে ফেলে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button