দশমিনায় সাংবাদিক ফোরামের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি :দৈনিক সংগ্রাম পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি জনাব মোঃ আসিফুল হক তুষারের মমতাময়ী মায়ের ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দশমিনা সাংবাদিক ফোরাম।
শুক্রবার সকালে দশমিনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোঃ সাইদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক গাজী মোঃ ফিরোজ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কৃষক বার্তার নির্বাহী সম্পাদক জনাব সাইদুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন দশমিনার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় গন্যমান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে মরহুমার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আপনার মন্তব্য লিখুন