এনজিও ফেডারেশন (এফএনবি)পটুয়াখালী জেলা শাখার সভা অনুষ্ঠিত


পল্লী প্রগতি সমিতির ট্রেনিং সেন্টার, আজাদ ভিউ, কলেজ রোড, পটুয়াখালীতে এনজিও ফেডারেশন পটুয়াখালীর জেলা কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোঃ নেফাজ উদ্দীন, ব্র্যাক জেলা সমন্বয়ক ও সভাপতি, এনজিও ফেডারেশন পটুয়াখালী।

- বিজ্ঞাপন -

সভায় জেলা কমিটির পুনর্গঠন, এনজিও ফেডারেশন (FNB) সদস্যদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির কৌশল, এবং স্থানীয় পর্যায়ে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে উদ্ভূত গুরুতর সমস্যাগুলোর সমাধানে এনজিওগুলোর যৌথ উদ্যোগ ও সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন: মোঃ মফিজুর রহমান, জোনাল ম্যানেজার – জাগরণী চক্র ফাউন্ডেশন, কাজী গোলাম সারোয়ার, জোনাল ম্যানেজার – পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র , মোঃ এনায়েত মামুন, উপ-প্রধান নির্বাহী – পল্লী প্রগতি সমিতি, শেখ হাসানুর রহমান, সিনিয়র জোনাল ম্যানেজার – কোডেক, মোঃ শওকত হোসেন মৃধা, নির্বাহী পরিচালক – ইস্পা, মোঃ জাহাঙ্গীর হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক – উদ্দীপন, এম. এ. মান্নান, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক – আশা, মোঃ ফজলুল হক, এলাকা ব্যবস্থাপক – বুরো বাংলাদেশ, মোঃ আরিফুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক – ওয়েব ফাউন্ডেশন, প্রদীপ মন্ডল, প্রকল্প সমন্বয়কারী – ঢাকা আহসানিয়া মিশন, সাবরিনা শাহনাজ, নির্বাহী পরিচালক – আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা, মোঃ শহিদুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক – আরডিএফ, মোঃ সোহেল হোসেন, শাখা ব্যবস্থাপক – টিএমএসএস, মোঃ আসাদুজ্জামান মিলন, নির্বাহী পরিচালক – সেভ দা পুওর, মোঃ নাদিম মাসুদ, পরিচালক, মাইক্রোফাইন্যান্স – পল্লী প্রগতি সমিতি

সভাটি অংশগ্রহণকারীদের আন্তরিক মতামত ও সমন্বিত প্রস্তাবনার মাধ্যমে জেলার এনজিও কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button