পবিপ্রবিতে প্রাণিসম্পদ সেক্টরের স্বার্থে কম্পাউন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রাণিসম্পদ সেক্টরের বৃহৎ স্বার্থে কম্পাউন্ড ডিগ্রির (ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিমেল হাজবেন্ড্রি) দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বক্তব্য দেন এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থী সাদিয়া সারোয়ার, আব্দুল্লাহ হিল কাফি, আবু বক্কর সিদ্দিকসহ আরও অনেকে। তারা বলেন, “প্রাণিসম্পদ উন্নয়নে আমাদের অবদান অপরিসীম। অথচ ডিগ্রির স্বীকৃতি ও কাঠামোগত বৈষম্যের কারণে আমরা পেশাগতভাবে পিছিয়ে পড়ছি। আমাদের দাবি—ভেটেরিনারি সায়েন্সের সঙ্গে এনিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনকে যুক্ত করে সম্মিলিত কম্পাউন্ড ডিগ্রি দেওয়া হোক।”
পরে শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। ভাইস চ্যান্সেলর তাদের দাবি শোনেন এবং শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বিষয়টি ইউজিসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তুলে ধরার আশ্বাস দেন।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন