শিক্ষার্থীদের বই উপহার দিলেন কলেজের সভাপতি

নিজস্ব প্রতিবেদক :

- বিজ্ঞাপন -

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান মেলায় বিভিন্ন ক্যাটাগরীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে  ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ শিক্ষার্থীরা।

মেলায় সিনিয়র গ্রুপ পর্যায়ে প্রকল্প উপস্থাপনায় প্রথম স্থান এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াডে কলেজের শিক্ষার্থীরা যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম স্থান অধিকার করেছেন।   শিক্ষার্থীদের এমন কৃতিত্বপূর্ণ  ফলাফলের কারণে কলেজের সভাপতি মুজাহিদুল ইসলাম শাহিন সকল শিক্ষার্থীকে বই উপহার প্রদান করেন।  শিক্ষার্থীদের অর্জনে খুশি হয়ে এবং ভবিষ্যতে আরো ভালো কিছু অজনের লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ উদ্যোগ নিয়েছেন বলে জানান  তিনি।

মুজাহিদুল ইসলাম শাহিন পেশাগত জীবনে একজন বিজ্ঞ আইনজিবী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এর দায়িত্ব পালন করছেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button