গলাচিপায় বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় মুঃ সরদার শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বর্তমানে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় প্রশাসন জানায়, ‘ডেভিল হান্ট’ নামের এই বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধ দমন, অস্ত্র, মাদক এবং চিহ্নিত আসামিদের ধরতে জোর তৎপরতা চালানো হচ্ছে। অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন