বাউফলে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের কর্পূরকাটি গ্রামে সাংবাদিকতার কাজে বাধা প্রদান, মোবাইল ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

- বিজ্ঞাপন -

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টার দিকে সাবেক ভাইস চেয়ারম্যান মোশারফ খানের দরজার সামনে এ ঘটনা ঘটে। দৈনিক জনকণ্ঠের বরিশাল বিভাগীয় উপকূলীয় প্রতিনিধি এনামুল হক এনা এবং দৈনিক গণজাগরণ পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি জসীমউদ্দীন অন্তু পেশাগত দায়িত্ব পালনের সময় এ হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্পূরকাটির অবসরপ্রাপ্ত দুদক কর্মচারী বাদল খায়ের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল দুই সাংবাদিকের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

হামলায় বাদল খায়ের সঙ্গে স্থানীয় আলামিন, কুদ্দুস, আলমাস খান ও হাসিবুল জিসানের নাম উঠে এসেছে। হামলার সময় স্থানীয় জনগণ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে সাংবাদিক এনামুল হক এনা পথচারীর মোবাইল থেকে বাউফল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুর রহমানকে ফোন করে প্রাণনাশের আশঙ্কা জানান। তাৎক্ষণিকভাবে সাব-ইন্সপেক্টর মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের উদ্ধার করে।

- বিজ্ঞাপন -

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, “সাংবাদিকদের উপর হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button