পটুয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম সতর্কতা ও দক্ষতা বৃদ্ধির রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

উপকূলীয় অঞ্চলের দুর্যোগ প্রস্তুতি ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে “ডিস্ট্রিক্ট রিসোর্স পুল” সদস্যদের নিয়ে দিনব্যাপী এক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

- বিজ্ঞাপন -

সোমবার শহরের মল্লিকা রেস্টুরেন্টের হলরুমে “চাইল্ড সেন্টার্ড এন্টিসিপেটরি অ্যাকশন (CCAA)” প্রকল্পের আওতায় সেভ দ্য চিলড্রেন ও রাইমস-এর কারিগরি সহায়তায় এবং জাগোনারী’র আয়োজনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে আগাম সতর্কবার্তা, সাইক্লোন পূর্বাভাস, ইমপ্যাক্ট বেইজড ফরকাস্টিং, ডিজিটাল টুলস ব্যবহার করে বার্তা প্রেরণ এবং দুর্যোগকালীন প্রস্তুতির নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুহসিন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ESDM বিভাগের সভাপতি প্রফেসর ড. আহম্মেদ পারভেজ, আবহাওয়াবিদ হাফিজুর রহমান, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এস.এম দেলওয়ার হোসেন, সিসিএএ প্রকল্পের পরিচালক মনিরুজ্জামান প্রিন্স, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, সেইফ দ্য চিলড্রেনের অফিসার সঞ্চিতা হালদার এবং রাইমস-এর সিনিয়র প্রজেক্ট অফিসার মুহাম্মদ তানজিলুর রহমান।

কর্মশালাটি সঞ্চালনা করেন সিসিএএ প্রকল্পের প্রজেক্ট অফিসার লাইজু আক্তার।

- বিজ্ঞাপন -

তিনি বলেন, “স্থানীয় পর্যায়ে পূর্ব প্রস্তুতি এবং সমন্বিত বার্তা প্রচারের মাধ্যমে জীবন ও জীবিকা রক্ষার বাস্তবধর্মী কৌশল প্রশিক্ষণে তুলে ধরা হয়েছে।”

প্রকল্প পরিচালক মনিরুজ্জামান প্রিন্স বলেন, “এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই ভিত্তি গড়ে তুলবে।” প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়ন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button