মিটফোর্ডে সোহাগ হত্যা: পটুয়াখালীর ইটবাড়িয়া থেকে আরেক আসামি গ্রেপ্তার
আসাদুল্লাহ হাসান মুসা

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম। তিনি বলেন, “ঢাকার ডিবি পুলিশের একটি দল সোহাগ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। তবে এই মুহূর্তে তার নাম ও পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না।”
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, ইটবাড়িয়া থেকে গ্রেপ্তার হওয়া আসামিটি হত্যাকাণ্ডের সময় সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিল বলে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল। প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালিয়ে আটক করা হয়। বর্তমানে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহতের পরিবারের পক্ষ থেকে বিচার দাবি করা হয়।
আপনার মন্তব্য লিখুন