কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলিতে কুয়াকাটায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আবুল হোসেন রাজু, কুয়াকাটা:  পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বদলি উপলক্ষে কুয়াকাটায় এক ব্যতিক্রমধর্মী চিত্রের সৃষ্টি হয়েছে। ইউএনও’র বদলির খবরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন রাস্তায় নেমে আসে। স্থানীয় জনতা আনন্দ মিছিল বের করে এবং বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে তাদের প্রতিক্রিয়া জানান দেয়।

- বিজ্ঞাপন -

সোমবার (১৫ জুলাই) রাত সারে ৯ টার দিকে কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় ব্যবসায়ী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নজরুল কারী বলেন, কুয়াকাটার মসজিদে জমি দখল করে তার জোর দেখিয়ে নতুন করে ঘর নির্মাণ করে, তার বদলিতে আমরা খুশি।

ব্যবসায়ী রুমি শরিফ জানান, কুয়াকাটাবাসী আজ অনেক খুশি কারন ইউএনও”র অত্যাচার আমরা দিশেহারা, কুয়াকাটার বিভিন্ন ব্যবসায়ীদের তিনি নিঃস্ব করে দিছে। আমরা তার বদলিতে আনন্দিত এবং মিষ্টি বিলি করেছি।

এছাড়াও আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা জানান, বর্তমান ইউএনও’র প্রশাসনিক কর্মকাণ্ড, জনসেবায় নিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গাফিলতির কারণে সাধারণ মানুষ অসন্তুষ্ট ছিল। তার বদলির খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

- বিজ্ঞাপন -

একজন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, “আমরা আশা করি, নতুন ইউএনও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এবং সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।”

অন্যান্যরা জানান, এই আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ ছিল মূলত একটি প্রতীকী উদযাপন, যা স্থানীয় প্রশাসনের প্রতি জনগণের প্রত্যাশা ও অবস্থানকে স্পষ্ট করে তুলে ধরে।

উল্লেখ্য, কলাপাড়ার বর্তমান ইউএনও মো. রবিউল ইসলাম অন্যত্র বদলির ঘোষণা তিনি নিজেই তার ফেসবুক পেইজে প্রকাশ করে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button