নকল কৃষক, ভুয়া বিল পটুয়াখালীতে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সাব্বির সরদার , পটুয়াখালী: কৃষি প্রকল্পের নামে জাল-জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন উপসহকারী কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৫ জুলাই ২০২৫, দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) পটুয়াখালীর উপসহকারী পরিচালক মোঃ খালিদ হোসেইন বাদী হয়ে মামলাটি (নম্বর: ০২/২০২৫) দায়ের করেন।
তদন্তে উঠে এসেছে, ভুয়া কৃষক তালিকা তৈরি করে, প্রকল্প বাস্তবায়নের জাল কাগজপত্র এবং ভুয়া বিল-ভাউচার ব্যবহার করে অনিরুদ্ধ দাস প্রায় ৯৯ লাখ ৭০ হাজার ১০৮ টাকা আত্মসাৎ করেন। কাগজে-কলমে দেখানো হলেও মাঠপর্যায়ে প্রকৃতপক্ষে কোনো চাষাবাদ বা কার্যক্রম বাস্তবায়ন হয়নি।
ভুট্টা, সরিষা, মুগডাল, মাশকলাই, সূর্যমুখী ও খেসারী চাষসহ একাধিক প্রকল্পে বিভ্রান্তিকরভাবে ব্যয় দেখিয়ে বিভিন্ন নামে অর্থ উত্তোলন করা হয়েছে। শুধু তাই নয়, ‘ফাইটোস্যানিটারি টানেল’ স্থাপন, কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও প্রযুক্তি সরবরাহ সংক্রান্ত খাতেও জমা দেওয়া হয়েছে নকল বিল-ভাউচার ও মিথ্যা রিপোর্ট।
স্থানীয় কৃষকরা জানান, এসব প্রকল্পের নাম কখনও তারা শোনেননি, এমনকি কেউ কোনো সুবিধাও পাননি। অথচ তাদের নাম ব্যবহার করে একাধিক কল্পিত কার্যক্রম দেখানো হয়েছে।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কৃষি সংশ্লিষ্ট মহল বলেন, এ ধরনের দুর্নীতি প্রকৃত কৃষকদের বঞ্চিত করে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
দুদক সূত্র জানায়, অনুসন্ধান শেষে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি আইনে চার্জশিট দাখিলের প্রক্রিয়া চলছে। দুর্নীতির দায়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আপনার মন্তব্য লিখুন