গলাচিপায় ইসলামী ব্যাংকের নতুন ATM বুথের উদ্বোধন


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পটুয়াখালী শাখার আওতাধীন ‘গলাচিপা সাব ব্রাঞ্চ’-এর পাশে অবস্থিত রাকিন প্লাজায় আজ (সোমবার) দুপুর ১২টা-এ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন ATM বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।

- বিজ্ঞাপন -

গলাচিপার ব্যস্ততম বাজার এলাকা, মেডিসিন মার্কেট সংলগ্ন পূর্ববাজারে এই ATM বুথ স্থাপন করায় এলাকার স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।  এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,  ATM বুথ জনগণের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। ব্যাংকিং সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইসলামী ব্যাংকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা আরও বলেন, এই বুথের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা নিরাপদে টাকা উত্তোলনসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন।

ব্যবস্থাপক তাঁর বক্তব্যে জানান, “গলাচিপা উপজেলায় দিন দিন ব্যাংকিং চাহিদা বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকদের সুবিধার্থে এই ATM বুথ স্থাপন করা হয়েছে, যা স্থানীয়দের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।”

অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button