পটুয়াখালীতে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির শুভেচ্ছা মিছিল ও লিফলেট বিতরণ

আগামী ১৪ জুলাই পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীদের আগমন উপলক্ষে আয়োজিত হয়েছে শুভেচ্ছা মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি।
রবিবার (১২ জুলাই) বিকেল ৬টায় জতীয় নাগরিক পার্টি পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করা হয়।
মিছিলটি তিতাস মোড় থেকে শুরু হয়ে মহিলা কলেজ সড়ক হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন, যাতে দলটির মূলনীতি, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরা হয়।
জেলা সমন্বয় কমিটির ১নং সদস্য মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জুয়েল হাওলাদার, আমিনুল ইসলাম (আলিম), রাসেল গাজী, আফজাল আকনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা আরও বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি এবং জাতীয় নাগরিক পার্টির আদর্শকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে দলীয় বার্তা পৌঁছানো হবে বলে জানান তারা।
আপনার মন্তব্য লিখুন