পটুয়াখালীতে স্মরণকালের সর্বোচ্চ বৃষ্টিপাত , গত ২৪ ঘণ্টায় ২৭৫ মি.মি. বৃষ্টি রেকর্ড

টানা বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে পটুয়াখালীর বেশিরভাগ এলাকা। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জেলার আবহাওয়াগত ইতিহাসে একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড।
পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার (৭ জুলাই) রাত ৯টা থেকে আজ সোমবার (৮ জুলাই) রাত ৯টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি এখন পর্যন্ত জেলার একদিনে রেকর্ডকৃত সর্বোচ্চ বৃষ্টিপাত।
এর আগে পটুয়াখালীতে একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল ২০২১ সালের ২৭ জুলাই, যেখানে ২৫১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সেই রেকর্ড ভেঙে এবার সেটি ছাড়িয়ে গেল ২৩.২ মিলিমিটারে।
হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টিপাতে পটুয়াখালী পৌর শহরের বহু এলাকা পানির নিচে চলে গেছে। শহরের নিউমার্কেট, ঝাউতলা এলাকা, পুরাতন বাজার, সবুজবাগ সহ আশপাশের বেশ কিছু এলাকাতে হাটুসমান পানি জমে গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
সাধারণ মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে দোকান ও বাসাবাড়িতে।
স্থানীয়দের অভিযোগ, শহরের ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও খাল-নালাগুলো দখল হয়ে যাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক ঘণ্টার ভারী বর্ষণেই শহর যেন পানির নিচে ডুবে যায়।
পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা বলেন, “বৃষ্টির পরিমাণ অতিরিক্ত ছিল। আমরা পানি অপসারণের কাজ করছি। শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজও হাতে নেওয়া হয়েছে।”
এদিকে, টানা বৃষ্টির ফলে জেলার বিভিন্ন নদ-নদীর পানিও বেড়ে চলেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে।
আপনার মন্তব্য লিখুন