বর্ষায় অপরিকল্পিত উন্নয়ন কাজ, জলাবদ্ধতায় পটুয়াখালী শহরবাসী চরম ভোগান্তিতে

মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে সারাদেশেই বইছে নিম্নচাপ। এর প্রভাবে টানা বৃষ্টিতে পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে পটুয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

- বিজ্ঞাপন -

পটুয়াখালী পৌর শহরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত রুস্তম মৃধা কালভার্ট ঘিরে শুরু হয়েছে সবচেয়ে বড় সংকট। এই কালভার্টটির দুই পাশ দিয়েই শহরের ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ড্রেনের পানি প্রবাহিত হয়ে নদীতে চলে যায়। অথচ বর্ষা মৌসুমের শুরুতেই এই গুরুত্বপূর্ণ কালভার্টে পৌরসভার তত্ত্বাবধানে শুরু হয়েছে সংস্কারকাজ।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বর্ষাকালকে উপেক্ষা করে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এই সংস্কারকাজ শুরু করায় বর্তমানে কালভার্টের দুই প্রান্ত বন্ধ হয়ে পড়েছে। ফলে টানা বৃষ্টির পানি শহর থেকে বের হতে পারছে না। এতে করে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় সৃষ্টি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা।

জলাবদ্ধতার কারণে ঘরবাড়ি, দোকানপাট, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠে গেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান বলেন, ‘উন্নয়নের নামে বর্ষার মৌসুমে এমন কাজ শুরু করা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। এখন আমরা জলাবদ্ধতা আর ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছি। অবিলম্বে এ সমস্যার স্থায়ী সমাধান দরকার।’

স্থানীয় প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের এমন অবহেলায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁরা বলছেন, পরিকল্পনাহীন উন্নয়ন নয়, সময়োপযোগী ও জনস্বার্থভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

- বিজ্ঞাপন -

এ বিষয়ে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button