বাউফলে ভিপি নুর ও রাশেদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাবির সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নামে বরিশালে মামলা হওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাউফল উপজেলা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। ওই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক আখ্যা দিয়েছে তারা। রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬ টায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুরোনো ভবনে সংবাদ সম্মেলন করেছেন তারা। এসময় বক্তব্য রাখেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ও ছাত্র অধিকার পরিষদের আহবায়ক নাঈম হোসেন। বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ কোনো ধরনের হামলা মামলায় বিশ্বাসী না। এই মামলা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। দ্রুত মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন বক্তারা।

- বিজ্ঞাপন -

প্রসঙ্গত, বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে গণঅধিকার পরিষদের নুর ও রাশেদসহ দলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেয়ার নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) মামলাটি এজাহারভুক্ত করতে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button