বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন ও সাইবার সিকিউরিটি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ পেলো সরকারি শিশুপরিবারের ১৫ জন কন্যাশিশু

পটুয়াখালী জেলার সরকারি শিশুপরিবার (বালিকা)-এর ১৫ জন কন্যাশিশু বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন ও সাইবার সিকিউরিটি বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের সমন্বয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’-এর পটুয়াখালী শাখা।
প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেওয়া শিশুরা পরিবার বিচ্যুত হয়ে সরকারি আশ্রয়ে বেড়ে উঠছে। এদের নেই পিতার শাসন, নেই মায়ের মমতা। তাই তাদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রযুক্তিগত জ্ঞান ও ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-এর বরিশাল বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা। তিনি বলেন, “দীর্ঘ শিক্ষা জীবন যেমন চ্যালেঞ্জিং, তেমনি নারীদের পেশাগত জীবনও অনেক বেশি কঠিন। শিশু পরিবারের মেয়েরা যদি ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে গ্রহণ করে, তবে তারা শিক্ষার পাশাপাশি জীবিকার নিশ্চয়তা অর্জন করতে পারবে। এই লক্ষ্যে বরিশাল বিভাগের সকল শাখা থেকে ই-লার্নিং তাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে।” একইসঙ্গে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও বিষয়টিকে আন্তরিকভাবে বিবেচনার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি শিশুপরিবার (বালিকা), পটুয়াখালী-এর সহকারী তত্ত্বাবধায়ক জনাবা নাজনীন আক্তার।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন প্রশিক্ষক সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব, সপ্তক চ্যাটার্জি, মোঃ রাব্বি এবং সহকারী কো-অর্ডিনেটর মোঃ সোহান।
এই উদ্যোগ পটুয়াখালীর শিশু পরিবারের মেয়েদের প্রযুক্তিগত দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মন্তব্য লিখুন