মাকে হারালেন আমার দেশ সম্পাদক, সান্ত্বনা দিতে বাসায় এলেন শিল্প উপদেষ্টা-বিএনপি মহাসচিব

একুশে পদকপ্রাপ্ত আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সান্ত্বনা দিতে গুলশানের বাসায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- বিজ্ঞাপন -

রোববার সকাল ১০টা ৪০ মিনিটে বাসায় এসে মাহমুদুর রহমানকে সান্ত্বনা দেন। এরপর আসেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর আগে আসেন সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও দেলাওয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদীসহ বিশিষ্ট ব্যক্তিগণ ও আত্মীয়-স্বজন।

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল

রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, বউমা ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

- বিজ্ঞাপন -

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা নামাজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button