পটুয়াখালীর রাঙ্গাবালীতে গরুতে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে নারী সহ দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১০ টার দিকে কাছিয়া বুনিয়া গ্রামের আরিফ হোসেন এর একটি গরু প্রতিবেশী কালাম লাহারীর বাড়ীর কাছে ঘাস খাচ্ছিল। গরুটি হঠাৎ তার বাড়ীতে ঢুকে পড়ে এবং প্রতিবেশী কালাম লাহারীর কিছু গাছ নষ্ট করে। এ ঘটনাকে কেন্দ্র করে কালাম লাহারীর ছেলে নবিনূর ও আরিফ এর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা কিছু সময়ের মধ্যেই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে আরিফ হোসেন (৩০) ও আরিফের মা মোসাঃ কলি বেগম (৫৫) কালাম লাহারী ও তার ২ ছেলে নবিনুর লাহারী ও জুয়েল লাহারী মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এতে আরিফ হোসেনের হাত ৩০% কেটে যা এবং লাঠির আঘাতে কলি বেগমের একটি হাত ভেঙে যায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে, কর্মরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরন করেন, এ ঘটনায় রাংগাবালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, পরে পুলিশ তদন্ত করে ব্যাবস্হা নেয়ার আস্বাস দেন
আপনার মন্তব্য লিখুন