অসহায় নারীদের জন্য সেলাই মেশিন, গলাচিপায় জামায়াতের ব্যতিক্রমী আয়োজন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ শাহ আলমের উদ্যোগে গরীব ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ শাহ আলম। সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর হাবীবুর রহমান ফোরকান, উপজেলা বায়তুলমাল সম্পাদক মোঃ শামসুল আলম, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শাহ আসিফ আব্দুল্লাহ, গলাচিপা যুব বিভাগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ এবং উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি হুযাইফা হোসনেয়ারা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ শাহ আলম বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো কাউকে কেবল টাকা দিয়ে সহায়তা করার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং আমরা চেষ্টা করি অসহায় ও দরিদ্র মানুষকে পুনর্বাসনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে। এই কার্যক্রমের আওতায় পটুয়াখালী-৩ আসনের অন্তত ১৫ হাজার মানুষকে আনা হবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে শতাধিক অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। আয়োজকরা জানান, এটি একটি চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন