গলাচিপা উপজেলা ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দর ও সুশৃঙ্খলভাবে চলছে। “সবুজে বাঁচি, পরিবেশ রক্ষা করি” — এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে, মসজিদ, মাদ্রাসা ও বসতবাড়ির আঙিনায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করছেন।
এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন গলাচিপা উপজেলা ছাত্র হিজবুল্লাহর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তারা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
স্থানীয় জনসাধারণ, শিক্ষক, ইমাম ও জনপ্রতিনিধিরাও এই কর্মসূচিতে উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ করছেন এবং এমন একটি পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আগামী দিনগুলোতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। তারা প্রত্যাশা করেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য গলাচিপা গড়ে তোলা সম্ভব হবে।
আপনার মন্তব্য লিখুন