পটুয়াখালীতে “ধূমকেতুর তরুবীজ” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের পরিবেশবান্ধব উদ্যোগ “ধূমকেতুর তরুবীজ” প্রকল্পের আওতায় পটুয়াখালীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

- বিজ্ঞাপন -

উদ্যোগের অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ এলাকা এবং উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ, সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এর সভাপতি আহম্মেদ কাওসার জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। “একটি গাছ, একটি প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবকরা নিজ উদ্যোগে চারাগাছ রোপণ করে পরিবেশ সুরক্ষায় প্রতীকী অঙ্গীকার করেছেন।

সংগঠনের সদস্যরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে জলবায়ু সচেতনতা তৈরির জন্য বিভিন্ন প্রচার কার্যক্রমও চালানো হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী ও সমাজসেবকগণ। কর্মসূচিটি ধূমকেতুর চলমান পরিবেশ উদ্যোগগুলোর মধ্যে অন্যতম বলে জানিয়েছেন সংগঠনের সমন্বয়করা।

- বিজ্ঞাপন -

পরিবেশবান্ধব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button