গলাচিপায় ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেফতার

 

- বিজ্ঞাপন -

আসাদুল্লাহ হাসান মুসা: পটুয়াখালী জেলার গলাচিপায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প।

শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুয়াবাড়িয়া চৌরাস্তা এলাকা থেকে আসামি মো. বাহাদুর হাওলাদার (২৯) কে আটক করা হয়। তিনি একই উপজেলার পক্ষিয়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, ভিকটিম আফিয়া (১৩) কে আগে থেকেই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বাহাদুর। গত ১৭ জুন রাত ৩টার দিকে আফিয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বাহাদুর তাকে ফুঁসলিয়ে একটি টেইলার্স দোকানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বাহাদুর পালিয়ে যায়।

পরদিন ভিকটিমের পরিবার গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে (মামলা নম্বর: ১৯, তারিখ: ১৮/০৬/২০২৫)। এরপর থেকেই বাহাদুর পলাতক ছিল।

- বিজ্ঞাপন -

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button