জনসেবায় তারুণ্যের হাত, পটুয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
পটুয়াখালীর আউলিয়াপুরে আন্তর্জাতিক জনসেবা দিবস ২০২৫-এ অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ—ফ্রি মেডিকেল ক্যাম্প। সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সোমবার (২৩ জুন) দুপুর ২টায় আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যে আউলিয়াপুর’ এবং স্টার ডায়াগনস্টিক সেন্টার।
আয়োজনের মূল লক্ষ্য ছিল—অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবার তাৎপর্য তুলে ধরা, যার বাস্তব প্রতিফলন ঘটেছে শতাধিক দরিদ্র মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে। মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়ে চিকিৎসাসেবা প্রদান করেন পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ মশিউর রহমান এবং র্যাব-৮, বরিশাল-এর প্রাক্তন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রাকিব মৃধা।
এই উদ্যোগে চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, প্রেসক্রিপশন প্রদান এবং পরামর্শসেবা নিশ্চিত করা হয়। আয়োজনের প্রতিটি ধাপে সমন্বয় ও পরিচালনায় সক্রিয় ছিলেন স্টার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম শাহিন, ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর সভাপতি এস.এম. সোহান এবং সংগঠনের সকল স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদ হোসেন শাওন জানান, “আন্তর্জাতিক জনসেবা দিবসে এই আয়োজন আমাদের তরুণদের জন্য শুধু একটি দায়িত্বই নয়, বরং একটি সামাজিক দায়বদ্ধতা। আমরা চাই, সমাজের প্রত্যেক স্তরে এই ধরনের মানবিক কার্যক্রম ছড়িয়ে পড়ুক। তারুণ্যের শক্তিই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।”
তিনি আরও বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে আমরা শতাধিক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। স্টার ডায়াগনস্টিক সেন্টার যেভাবে আমাদের পাশে থেকেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নে এমন মানবিক আয়োজন সাধারণ মানুষের মাঝে প্রশংসার ঝড় তোলে। কেউ কেউ জানান, “যেখানে সরকারি স্বাস্থ্যসেবাও অনেক সময় পাওয়া কঠিন, সেখানে এমন উদ্যোমী তরুণরা এগিয়ে এসে যা করেছে, তা সত্যিকার অর্থেই দৃষ্টান্তমূলক।”
এ ধরনের আয়োজন যদি নিয়মিত করা যায়, তবে অদূর ভবিষ্যতে গ্রামীণ জনপদের দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেই মনে করছেন সচেতন মহল।
আপনার মন্তব্য লিখুন