জাগোনারী; আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামিং’র প্রকল্পের শিখন সভা

পটুয়াখালীতে শিশুদের প্রারম্ভিক বিকাশ এ পরিচালিত প্রকল্পের গুরুত্বপূর্ণ শিখন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

- বিজ্ঞাপন -

সোমবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় ‘জাগোনারী’ বাস্তবায়িত আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডি) প্রকল্পের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহসিন উদ্দিনের প্রধান অতিথির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) জনাব জুয়েল রানা।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (ডিআরআরও) এস এম দেলোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার, কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক এইচ এম শামীম, লজিক প্রকল্পের জেলা ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর শাহিন মোসরেফা, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের অংশীজনরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে জাগোনারীর প্রোগ্রাম ডিরেক্টর মো: গোলাম মোস্তফা বলেন, “শিশুরা ভবিষ্যতের জাতি, তাদের বিকাশের ভিত্তি যতটা মজবুত হবে, জাতির ভবিষ্যতও ততটাই উজ্জ্বল হবে।”

- বিজ্ঞাপন -

প্রকল্প সমন্বয়কারী তার প্রেজেন্টেশনে জানান, ইসিডি প্রকল্পের মাধ্যমে শিশুর মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশে বিভিন্ন প্রশিক্ষণ, সচেতনতা কার্যক্রম এবং পিতামাতাদের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে।

আলোচনা পর্বে কৃষি বিভাগের প্রতিনিধি এইচ এম শামীম বলেন, “শিশুদের পুষ্টি নিশ্চিতে কৃষি ও খাদ্য উপাদানের সংযোজন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

অন্যদিকে, শাহিন মোসরেফা গর্ভকালীন সময় থেকে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “শিশুর বিকাশ শুরু হয় গর্ভকাল থেকেই, তাই গর্ভবতী মায়েদের অন্তর্ভুক্তি জরুরি।”

সভায় অংশগ্রহণকারী অন্য অতিথিরাও প্রকল্পটিকে সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে আখ্যা দেন। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক এলাকার শিশুদের বিকাশে এই প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মত প্রকাশ করেন তারা।

সমাপনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহসিন উদ্দিন বলেন, “জাগোনারীর এই মহৎ উদ্যোগ প্রশংসার যোগ্য। শিশুদের ভবিষ্যতের ভিত্তি গড়তে এর মতো প্রকল্পের দীর্ঘমেয়াদে সম্প্রসারণ প্রয়োজন।”

সভা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button