গলাচিপায় শিশুর অস্বাভাবিক মৃত্যু মিলেছে ধ/র্ষ/ণে/র আলামত ‎

‎পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশুটি উপজেলার গোলখালী ইউনিয়নের একটি মহিলা হাফিজিয়া মাদরাসার আবাসিক ছাত্রী ছিল। গত শনিবার ভোরে মৃত অবস্থায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। মাদরাসার এক শিক্ষক শিশুটিকে হাসপাতালে নিয়ে যান এবং মৃত্যুর কারণ হিসেবে ‘সাপের দংশনে মারা গেছে’ বলে উল্লেখ করেন। তবে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে শিশুটির দেহে ধর্ষণের আলামত পাওয়া পেছে বলে জানিয়েছেন পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ তামান্না রহমান শান্তা।

‎শিশুটির লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ হবে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

‎হাসপাতাল সূত্র জানায়, শিশুটিকে মাদরাসার শিক্ষক একা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তার পরিবারের কেউ সাথে ছিল না, যা সন্দেহ তৈরি করে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: নোমান পারভেজ বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় এবং ওই শিক্ষক ছাড়া আর কেউ সাথে ছিল না।’

‎এ ঘটনায় পুলিশ শিক্ষক মাসুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তবে শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।

‎গলাচিপা থানার ওসি আশাদুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

‎স্থানীয়রা এ ঘটনায় ন্যায়বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button