পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহ’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

“দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি” প্রতিপাদ্য নিয়ে ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখা’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ সময় পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহ সভাপতি মাওলানা মোঃ জহিরুল ইসলাম বলেন, আগামী ২২ জুন থেকে ৭ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হলো। পটুয়াখালী জেলার অধীনে সকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে।
পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহ’র সহ-সভাপতি হাফেজ মাওলানা মোঃ আহমাদ উল্লাহ বলেন, অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দেওয়া হয়েছে পটুয়াখালী জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় গাছ রোপন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক অধ্যক্ষ, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসা ও গভর্নর বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি হাঃ মাওঃ মোঃ আহমাদ উল্লাহ, পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহ’র সাধারণ সম্পাদক মাওঃ মোঃ সোহেল মাহমুদ, সহ- সাংগঠনিক সম্পাদক মাওঃ সৈয়দ মোঃ আবু মুছা, সহ প্রচার সম্পাদক মোঃ জাকারিয়া, অফিস সম্পাদক হাফেজ মোহাম্মদ আহসান উল্লাহ সহ ছাত্র হিযবুল্লাহর জেলা নেতৃবৃন্দ।




আপনার মন্তব্য লিখুন