এবার নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি।

- বিজ্ঞাপন -

আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে এমন বিধানসহ এতে বিভিন্ন বিধান থাকছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

নির্বাচন কমিশনার (ইসি) বলেন, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি। প্রচারণায় থাকছে না পোস্টার, দল ও প্রার্থী উভয়কে দিতে হবে হলফনামা। বিধিমালা লঙ্ঘন করলে ৬ মাস কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা।

তিনি আরও বলেন, প্রচারণা চালাতে পারবেন তিন সপ্তাহ। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পর্ষদে কোনো প্রার্থী যুক্ত থাকলে প্রার্থী হওয়ার আগে সেখান থেকে পদত্যাগ করতে হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button