কলাপাড়ায় ঘর থেকে ২টি কালনাগিনী উদ্ধার, বনেই মিললো মুক্তি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একটি বসতঘর থেকে দুইটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। সাপ দুটি প্রাপ্তবয়স্ক এবং তাদের দৈর্ঘ্য প্রায় দুই ফুট। পরে সেগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
(১৭ জুন) সোমবার দুপুরে কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নের দিত্তা গ্রামে স্থানীয়দের খবর পেয়ে ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’ সংগঠনের সদস্যরা সাপ দুটি উদ্ধার করেন। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সাপ দুটি নিরাপদে অবমুক্তে সহযোগিতা করেন।
সংগঠনের সদস্য মাসুদ হাসান জানান, “স্থানীয়রা সাপ দুটি দেখে আতঙ্কিত হয়েছিল। আমাদের হটলাইনে ফোন করার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। সাপ দুটি কোনো আঘাতবিক্ষত ছিল না, তাই সেগুলো নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।”
কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, “কালনাগিনী সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়। প্রকৃতিতে সাপদের অনেক উপকারিতা রয়েছে, যেমন ছোট ক্ষুদ্র প্রাণী নিয়ন্ত্রণে রাখা। অনভিজ্ঞতায় বিষহীন সাপগুলো মেরে ফেলা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তাই সাপ দেখলে আতঙ্কিত না হয়ে আমাদের অবহিত করলে আমরা তাদের উদ্ধার ও মুক্তি দেব।”
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক সবাইকে সতর্ক করেছেন বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত আইন মেনে চলার জন্য। তিনি বলেন, “বন্যপ্রাণী ধরার, বিক্রির বা হস্তান্তরের জন্য আইন কঠোর ব্যবস্থা নেবে। কেউ এ ধরনের কার্যকলাপে জড়িত থাকলে দণ্ডিত হবেন।”
আপনার মন্তব্য লিখুন