পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতা ৩৬ ঘণ্টা ধরে নিখোঁজ

পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল মৃধা (৩৮) প্রায় ৩৬ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন। গত রবিবার (১৫ জুন ২০২৫) দুপুর ১২টার পর থেকে তিনি পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি বলে জানিয়েছেন স্বজনরা।
- নিখোঁজ হওয়ার খবর পেয়ে সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রানা, শ্রমিক দলের নেতা মো. হাবিবুর রহমানসহ ইউনিয়ন পর্যায়ের নেতারা সোহেল মৃধার বাড়িতে ছুটে যান। তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মো. সোহেল মৃধা বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেছেন, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এরপর থেকে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী সদর থানায় একটি মিসিং ডায়েরি (জিডি) করা হয়েছে।
সদর থানার ওসি বলেন, “নিখোঁজের বিষয়ে আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি। তদন্ত চলছে, প্রয়োজনে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে।”
জেলা স্বেচ্ছাসেবক দল নেতারা আশঙ্কা করছেন, এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসার ফল হতে পারে। তাঁরা দ্রুত সোহেল মৃধার সন্ধান চেয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় পটুয়াখালী জেলার রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।




আপনার মন্তব্য লিখুন