পটুয়াখালীতে প্রবাসী কর্মীদের পুনর্বাসনে সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালীতে “Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) – Reintegration of Returning Migrants” শীর্ষক প্রকল্পের আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জেলা প্রশাসন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক দরবার হলে আয়োজিত সেমিনারে প্রবাসী কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থানে RAISE প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়।

- বিজ্ঞাপন -

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসচিব মোঃ ইমরান আহমেদের সভাপতিত্বে এবং ওয়েলফেয়ার সেন্টার পটুয়াখালী এর সহকারী পরিচালক আতিকুল আলম এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা মহিলা অধিদপ্তরে উপপরিচালক শিরিন সুলতানা, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ প্রমুখ।

RAISE প্রকল্পটি ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এর লক্ষ্য প্রবাস থেকে ফিরে আসা কর্মীদের পুনর্বাসন ও অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সেমিনারে প্রবাসী কর্মীদের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button