সংস্কার ব্যতীত কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: মুফতি ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, “আগে হোক কিংবা পরে, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবেই। তবে সংস্কার ব্যতীত কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে একটি বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে—যে দলে চাঁদাবাজ, খুনি, ধর্ষক, অবৈধ সম্পদের মালিক এবং যাদের হাতে খুনের রক্ত লেগে আছে, সেই দলকে আমরা ভোট দেব না, দলে নেব না এবং তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করব।”
রবিবার (১৫ জুন) বিকেলে ভোলার উপশহর বাংলাবাজার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ও বাংলাবাজার আঞ্চলিক শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গত ৫ আগস্টের পর থেকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১২০ জনের বেশি খুন হয়েছে। আমরা এতদিন দেখেছি এক দল অন্য দলের লোককে হত্যা করে, আর এখন দেখি—বিএনপি নিজেদের লোককে খুন করছে। যারা নিজের দলের লোকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারা দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে কীভাবে?”
তিনি আরও বলেন, “বিএনপি প্রতিনিয়ত কমিটি গঠন নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছে। যারা নিজেদের কমিটিই ঠিকভাবে গঠন করতে পারে না, তারা যদি ক্ষমতায় আসে, দেশকে শান্তিতে রাখবে কীভাবে?”
সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধামতো নির্বাচন চায়—এটা দোষের কিছু নয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের উচিত জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া। কখন এবং কীভাবে নির্বাচন দিলে জনগণের স্বার্থ রক্ষা হবে, তা বিবেচনা করে নির্বাচন আয়োজন করতে হবে—কোনো রাজনৈতিক দলের চাপে নয়।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান মাস্টার।
প্রধান বক্তা ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা জেলা (উত্তর) শাখার সেক্রেটারি মাওলানা আবু সালেহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা (উত্তর) সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহসভাপতি মাওলানা এম. ওবায়েদুর রহমান, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আখতার হোসেন, দক্ষিণ দিঘলদী ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা তজুল ইসলাম, ভোলা সদর থানা সেক্রেটারি মাওলানা শরীফ বিন রফিক।
আপনার মন্তব্য লিখুন